দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার মোকাবেলায় ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এ সময় পর্যন্ত ঢাকা মহানগরের সকল শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।
শুক্রবার ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে বিকেলে সরকার দেশের পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটির মেয়াদ আরো ১১ দিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান জানান, করোনা পরিস্থিতির কারণে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সকল শপিং মল ও বাণিজ্য বিতান বন্ধ থাকবে।
মালিকদের দোকান বন্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, দেশের এমন সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য্য ধরতে হবে।
বন্ধ চলাকালীন যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতিটি দোকানের বিদ্যুতের লাইন, ইলেক্ট্রিক যন্ত্রাংশ ও ওয়াসার লাইন বন্ধ রাখা এবং প্রতিনিয়ত ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
ব্যতিক্রম নিউজ
Leave a Reply