নিজস্ব প্রতিবেদক:নভেল করোনাভাইরাসে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৩০ জন। শুধু ঢাকা বিভাগে এই সংখ্যাটা ১৯৬। এর মধ্যে নারায়ণগঞ্জে ৫৯ জন, মাদারীপুরে ১১, নরসিংদীতে ৪, জামালপুর ও মানিকগঞ্জে ৩ জন করে, গাজীপুর-টাঙ্গাইল ও শেরপুরে ২ জন করে, রাজবাড়ী-শরিয়তপুর ও কিশোরগঞ্জে ১ জন করে। বাকি সব ঢাকা শহরে।
ঢাকার ভেতরে করোনায় আক্রান্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে উত্তরা, ১৬ জন। তারপরই ধানমণ্ডির অবস্থান, ১৩ জন। এরপর যথাক্রমে মিরপুর-১-এ ১১ জন, পুরান ঢাকার ওয়ারিতে ১০ জন। ৮ জন করে আছেন টোলারবাগ, লালবাগ ও মোহাম্মদপুরে। ৬ জন করে আছেন মিরপুর-১১, উত্তর টোলারবাগ, গুলশান ও যাত্রাবাড়ীতে।
আজিমপুর, বংশালে আছেন ৪ জন করে। মিরপুর-১০, জিগাতলা, হাজারীবাগ, গ্রিণরোড, চকবাজার, বাবু বাজার, বেইলি রোড, সোয়ারি ঘাটে ৩ জন করে। দুইজন করে আছেন শাহবাগ, আগারগাঁও, হাতিরপুল, ইসলামপুর, লক্ষ্মীবাজার, পুরানা পল্টন, শান্তিনগর, মগবাজার, বাড্ডা, মহাখালী, তেজগাঁও, মিরপুর-১২, শাহ আলী বাগ ও পীরের বাগে।
একজন করে আছেন আদাবর, বসিলা, সেন্ট্রাল রোড, বুয়েট এলাকা, উর্দুরোড, নারিন্দা, দয়াগঞ্জ, ধোলাইখাল, মানিকদি, আশকোনা, কোতোয়ালী, শনির আখড়া, মুগদা, রাজারবাগ, ইস্কাটন, রামপুরা, মিরপুর-১৩, হাতিরঝিল, শাহজাহানপুর, নিকুঞ্জ, বেড়িবাঁধ, বনানী, বেগুনবাড়ি, কাজীপাড়ায়।
Leave a Reply