দেশে দুটি বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার এক পত্রিকার সাংবাদিকও ভাইরাসটিতে আক্রান্ত হলেন।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এ সাংবাদিক একটি জাতীয় দৈনিকে জ্যেষ্ঠ অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করেন। তিনি পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য।
জানা গেছে, ওই সাংবাদিক দুই সপ্তাহ ধরে সর্দি-কাশি-জ্বরে ভুগছিলেন। এরপর গতকাল বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করান। আজ শুক্রবার আইইডিসিআরের পক্ষ থেকে তাকে জানানো হয় যে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তিনি এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সঙ্গে তার দুই সন্তান ও স্ত্রীও রয়েছেন।
এর আগে গত ৩ এপ্রিল বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর টেলিভিশনটি তাদের ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠায়।
আর গতকাল বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন যমুনা টেলিভিশনের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি ও তার শ্বশুর বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৯৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর ফলে আজ শুক্রবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৪ জনে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।
Leave a Reply