আন্তর্জাতিক ডেস্ক:নভেল করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী যখন মসজিদসহ সব উপাসনালয় বন্ধ করে দেওয়া হয়েছে তখন অন্যরকম এক উদ্যেগ নিয়েছে বিবিসি রেডিও। এখন থেকে তারা জুমার নামাজ সরাসরি সম্প্রচার করবে। আরব নিউজ তাদের লন্ডন সংবাদদাতার বরাতে এমন তথ্য জানিয়েছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রতি সপ্তাহে জুমার নামাজের আগে ইমামরা যে বক্তব্য রাখেন তা সরাসরি সম্প্রচার করবে বিবিসি রেডিও। যুক্তরাজ্যের স্থানীয় ১৪টি স্টেশন থেকে এটা করা হবে। স্টেশনগুলো হল- ম্যানচেস্টার, ল্যাঙ্কাশায়ার, লিডস, শেফিল্ড, ওয়েস্ট মিডল্যান্ড, লিচেস্টার, ডার্বি, স্টোক, নটিংহাম, কভেন্টি, ওয়ারইউকশায়ার, মার্সেসাইড, বার্কশায়ার এবং লন্ডন।
ঐতিহাসিক এই সিদ্ধান্তের বিষয়ে বিবিসি রেডিওর লোকাল প্রধান ক্রিস বার্নস বলেন, আমরা সব সম্প্রদায়ের লোকজনকে যুক্ত করতে চাই বিবিসির মাধ্যমে। যুক্তরাজ্যে অনেক মুসলমান বসবাস করেন, তারা যেন বিবিসিকে তাদের অংশ মনে করেন সেজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া করোনাভাইরাসের কারণে মুসলমানরা এখন মসজিদে যেতে পারছেন না, এই সম্প্রচার কিছুটা হলেও তাদের সেই অভাব পূরণ করবে।
আপাতত যতদিন না মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছেন না, ততদিন এই কার্যক্রম চালোনোর সিদ্ধান্ত হয়েছে, বলেন ক্রিস বার্নস।
ব্যতিক্রম নিউজ
Leave a Reply