মহামারি নভেল করোনাভাইরাসে প্রতি মুহুর্তেই বাড়ছে মৃতের সংখ্যা। বুধবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৫২ হাজার ১২৩ জন। আর মারা গেছে ৮৩ হাজার ৪৫৪ জন।
নেদারল্যান্ডসভিত্তিক সংবাদমাধ্যম বিএনও-এর দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ২৩ হাজার ৫৩১ জন।
গত বছরের শেষ দিকে চীনের উহানে মহামারি এ ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলেও এতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার ১৯৮ জন মারা গেছে, আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৬২ জন।
মৃত্যুতে ইতালির পরই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১৪ হাজার ৫৫৫ জন মারা গেছে, আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৬৯০ জন।
এদিকে করোনায় আক্রান্তের দিক থেকে বিশ্বে সবার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে বর্তমানে ৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৩৭ জনের।
করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৮৩ জন এবং মারা গেছে ৩ হাজার ৩৩৩ জন।
ইউরোপের আরেক দেশ ফ্রান্সে ভয়াবহ আকার ধারণ করছে করোনা। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০ হাজার ৩২৮ জনের। গত ২৪ ঘন্টায় দেশটিতে ১ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে দেশটিতে সর্বোচ্চ।
Leave a Reply